কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

উখিয়া কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি::

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক এড. উম্মে কুলছুম স্মৃতি এম পির নির্দশনায় কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে৷

শুক্রবার (২৪ জুন) বিকেল ৩টায় উখিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হল রুমে এ সভা করা হয়৷

উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন সভাপতিত্বে উদ্বোধন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম৷

উদ্বোধনী বক্তব্যে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “উপজেলা কৃষকলীগের সবাইকে ৩টি করে গাছ লাগাতে হবে। সেটা নিজের জায়গায় হোক বা নিজের জায়গা না পেলে যেখানেই হোক, রাস্তার পাশে হলেও তিনটি করে গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না। পরিচর্যা করতে হবে। দলীয় প্রধানের নির্দেশে এবং সংগঠনের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে নিজ উদ্যোগে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে আওয়ামী কৃষক লীগের নেতা কর্মীরা।”

অনুষ্ঠান শেষে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আঙ্গিনায় এবং রাস্তার দুপাশে প্রায় ২ শত বিভিন্ন চারাগাছ রোপণ করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন কৃষকলীগের সহ-সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আজাদ, হলদিয়াপালং ইউনিয়ন সভাপতি মাহমুদ হক ও সহ-সভাপতি শাহ আলম সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল নেতাকর্মীরা।

পাঠকের মতামত: