কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কুতুবদিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।  সোমবার দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন। কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, ৮৫ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন বড়ঘোপ খাদ্য গুদামের খন্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী মো. শাহজাহান (মিন্টু), নিরাপত্তাপ্রহরী নিজাম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের স্প্রেম্যান মোহাম্মদ শাহজাহান, কক্সবাজারের  মেসার্স হিমায়ন সী ফুডসের প্রোপাইটর দিলরুবা হাসান ও কক্সবাজারের মেসার্স মোহনা এন্টারপ্রাইজের প্রোপাইটর সেলিম রেজা।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান হয়ে এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ১৯০.৪৪২ মেট্রিক টন সরকারি চাল আত্মসাত করে ৮৫ লাখ ২৫ হাজার টাকা লোপাট করেন।

পাঠকের মতামত: