কক্সবাজার, রোববার, ১২ মে ২০২৪

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পরিচিত সভা ও ইফতার মাহফিল

বার্তা পরিবেশক::

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিত সভা ও ইফতার মাহফিল ১৭ এপ্রিল (রবিবার) বিকেল ৫ টায় কক্সবাজার শহরের এক অভিজাত হোটেল অনুষ্টিত হয়েছে।

সংগঠনের সভাপতি স. ম ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ. এম হোবাইব সজীবের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ ড. মোহাম্মদ সানা উল্লাহ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপদেষ্টা কক্সবাজার কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম, উপদেষ্ঠা আলহাজ্ব রুহুল আমিন সিকদার, দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক ও আর.টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, কবি ও সাংবাদিক আলহাজ্ব রুহুল কাদের বাবুল, আইন উপদেষ্ঠা, এড. মিজানুর রাশেদ, এড. সাহাব উদ্দিন, এড ইনসাফুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি ইমাম খাইর।

সাংবাদিক মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সাগর দেশের সম্পাদক মোস্তফা সরওয়ার, দৈনিক ইনকিলাব কক্সবাজার প্রতিনিধি সাঈদ আলমগীর, দৈনিক যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আপন কন্ঠের নিবার্হী সম্পাদক সেলিম উদ্দিন, সাংবাদিক ইসলাম মাহমুদ।
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, সহ সভাপতি ওবাইদুল হক আবু চৌধুরী, আমান উল্লাহ কবির, আব্দুল মালেক সিকদার, যুগ্ম সম্পাদক আব্দুল আলিম নোবেল, নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আলো উদ্দিন আলো, প্রচার সম্পাদক আল জাবের, সদস্য সাহাব উদ্দিন, শাহাদাত আলী জিন্নাহ, মোঃ কাইছার হামিদ, এরফান হোসেন, আজিজ সিকদার, মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, শহিদুল ইসলাম কপিল বিন আমির, ইয়াছিন আরাফাত, মোস্তফা কামাল প্রমূখ।
এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী কমিটির সভাপতি ইমাম খাইর।
এছাড়া কক্সবাজার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন পেশা জীবির লোকজন উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম ইতিমধ্যে জেলার জনপ্রিয় পেশাদার সাংবাদিক সংগঠন হিসাবে জেলায় পরিচিত লাভ করেছে। তারা আরোও বলেন উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই উপকূল রক্ষায় উপকূলীয় সাংবাদিক ফোরামের সকল সদস্যদের অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখতে হবে। এবং সকল ষড়যন্ত্র সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে মেধা দিয়ে মোকাবেলা করতে হবে, কারন মেধা শক্তি দিয়ে সবকিছু মোকাবেলা করা সম্ভাব বলে উপরোক্ত কথা বলে রমজানে তাৎপর্য আলোচনা করেন বক্তরা। দেশ বাসীর জন্য দোয়া চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মিজবাহ উদ্দিন আরজু।

পাঠকের মতামত: