কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উখিয়ার ইউএনও

উখিয়ায় গভীর রাতে অসহায়, খেটে খাওয়া শিশুসহ শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন৷
বুধবার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত উপজেলার ৫ ইউনিয়নে গরীব অসহায় খেটে খাওয়া, এতিম খানা, হেফজ খানা, মসজিদ মাদ্রাসা ও মুজিববর্ষের ঘর পাওয়া, হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব জানান, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গরম কাপড় বিতরণ করা হয়।

পাঠকের মতামত: