কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন এপিবিএন পুলিশের ডিআইজি

কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদর দপ্তর ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এপিবিএনের ডিআইজি (এফডিএমএন এ্যান্ড এয়ারপোর্টস) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী।

 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উখিয়া উপজেলায় অবস্থিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। এসময় ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল পরিদর্শনে আসা ডিআইজি কে স্বাগতম জানান। এ সময় সহ-অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউম) কাজী রুবাইয়াত রুমীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সদর দপ্তরে পরিদর্শন ও সৌজন্যমূলক সাক্ষাত শেষে ডিআইজি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আওতাধীন মধুরছড়া পুলিশ ক্যাম্প, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প, ওয়ালাপালং পুলিশ ক্যাম্প, এমএসএফ হাসপাতাল, ই-ভাউচার শপ, এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট ক্যাম্পের হেডমাঝি ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। পরিদর্শনকালে ডিআইজি রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গাদের জীবনযাত্রার মান ও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ে খোঁজখবর নেন।
এপিবিএন ডিআইজি এপিবিএন ডিআইজি (এফডিএমএন এ্যান্ড এয়ারপোর্টস) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

পাঠকের মতামত: