কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

৮০ হাজার নিষিদ্ধ এমফিটামিন সহ রোহিঙ্গা আটক

আলিফ মোহাম্মদ ইফতিয়াজ নূর নিশান::

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮০ হাজার নেশা জাতীয় এমফিটামিন বড়িসহ মনসুর আলী (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মনসুর আলী উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুখালীর ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি/ ৩৭ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পানবাজার পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। যার নম্বর- ২৮৪।

শিহাব কায়সার খান আরও বলেন, এমফিটামিন অবিকল ইয়াবার মতো দেখতে। এটি ইয়াবার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী।

প্রসঙ্গত, এর আগে গত ১৪ জুন একই ক্যাম্প থেকে ৩ লাখ ২৩ হাজার ৩০০টি এমফিটামিন বড়ি, নগদ টাকা, স্বর্ণালংকার উদ্ধারসহ রোহিঙ্গা এক নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করা হয়।

পাঠকের মতামত: