কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঘুমধুম সীমান্তে ছয় কোটি টাকার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক::

উখিয়ার সীমান্তের রেজু আমতলী বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে কুতুপালং লম্বাশিয়া-১, ব্লক-এ রোহিঙ্গা ক্যাম্পের মো. রহমত উল্লাহ (২৫), মো. মাহমুদুল হাসান (২১), মো. সেলিম (২২), মো. আমিন (২২), মো. জিয়াবুল হক (২৬) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাইংখালী গ্রামের মো. জয়নাল আবেদীন (২৫)।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি রেজু আমতলী বিওপির সদস্যরা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী আমবাগান এলাকায় ওত পেতে থাকে।

গতকাল সকাল ৯টার দিকে সীমান্ত থেকে ছয়জনকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিওপির টহল দল তাদের ধাওয়া করে ৫জন আটক করলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে ২ লাখ পিচ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

পাঠকের মতামত: