কক্সবাজার, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

উখিয়ায় ৪৬ হাজার ৫৮৭ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

ফারুক আহমদ, উখিয়া::
উখিয়ায় অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ৪৬ হাজার ৫ শত ৮৭ জন শিশুকে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল  খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে  অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয় ।
আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ড শুরু হবে ।
এ উপলক্ষে গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, ডা: রনজন বড়ুয়া রাজন সভাপতিত্বে এক অবহিতকরন ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, নিজাম উদ্দীন আহমেদ।
সভায়, বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার,  গুলশান আক্তার, উখিয়া থানা অফিসার ইনচার্জ, সনজুর মোরশেদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. এহেচান উল্লাহ সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ইপিআই টেকনিশিয়ান, নার্স সাংবাদিক , ইমাম ও বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ৷

পাঠকের মতামত: