কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

উখিয়ায় বঙ্গবন্ধু অলিম্পিকবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

শ.ম গফুর, উখিয়া::

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং যুব ক্রীড়া সংঘের আয়োজনে “বঙ্গবন্ধু অলিম্পিকবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় আলিফ হাসপাতালের পশ্চিমের মিনি মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় রাজাপালং ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক নির্মুলে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্রীড়াপ্রেমী, তা উল্ল্যেখ করে জাতীয় মহিলা ফুটবল দলের কৃতি খেলোয়াড়, উখিয়ার সাহেদা আক্তার রিফার জন্য সকলের দোয়া চান।

বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন শাহীন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নুরুল হক খান, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃইব্রাহীম আজাদ, জাতীয় মহিলা ফুটবল দলের ১৯ অনুর্ধ্ব চ্যাম্পিয়নশীপের দেশ সেরা খেলোয়াড়, উখিয়ার সাহেদা আকতার রিফা, কুতুপালংয়ের বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন, আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় সদস্য আমান উল্লাহ মৌল্লা, উখিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শ.ম.গফুর, মৎস্যজীবী লীগ নেতা জয়নাল আবেদীন, প্রবাসী আওয়ামীলীগ নেতা সুভাষ বড়ুয়া প্রমুখ।

খেলা আয়োজক কমিটির পক্ষে আনিসুল মোস্তফা আনিস, নুর মোহাম্মদ মিজান, জাহাঙ্গীর আলম, একরাম চৌধুরী, সেলিম উদ্দিন সেলিম, ইসমাঈল-১ মোঃ মামুন,
ইসমাঈল-২, জানে আলম, সালাহ উদ্দিন, রফিক,সোহেল, সুমন, বাবুল সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

হাজার-হাজার দর্শক বেষ্টিত টানটান উত্তেজনা আর হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন কুতুপালংয়ের ওয়েস্টার্ন ফুটবল ক্লাব বনাম নাইক্ষ্যংছড়ির তুমব্রু ফুটবল একাডেমী।নির্ধারিত সময়ে উভয় দল গোল শুন্যতায় খেলা শেষ করেন। ট্রাইবেকারে কুতুপালংয়ের ওয়েস্টার্ন ফুটবল ক্লাব ৩-২ গোলে তুমব্রু ফুটবল একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা ও নগদ প্রাইজমানী ঘরে তুলেন।

খেলা শেষে কুতুপালং যুব ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অতিথিবৃন্দ,রেফারী, বিজয়ী দল, বিজিত দল, সেরা খেলোয়াড়দের চ্যাম্পিয়ন (নগদ ৫০ হাজার টাকা) ট্রফি, রানার্স৷ আপ (নগদ ২০ হাজার টাকা) ট্রফি, সম্মাননা ক্রেস্ট, মেডল সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য মাষ্টার সিরাজুল হক ও তার সহকারী দল।

পাঠকের মতামত: