কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

সাংবাদিক হেনস্থার ঘটনায় তদন্ত কমিটি গঠন- অধিনায়ক ১৪ এপিবিএন

 

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যদের কাছে সাংবাদিক হেনস্থার বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক নাইমুল হক। সোমবার এক বিবৃতিতে ১৪ এপিবিএনের অধিনায়ক বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সাংবাদিকদের নায্য দাবীর প্রতি শ্রদ্ধাশীল বলে দাবী করেন।
রবিবার রোহিঙ্গা ক্যাম্পের মুচরা বাজার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় দায়িত্ব পালন কালে টিটিএনের প্রধান প্রতিবেদক আজিম নিহাদ ও ক্যামেরাপার্সন লোকমান হাকিমের সাথে অশালীন আচরণ করে এপিবিএনের সদস্যরা। এসময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কর্তৃক প্রদেয় অনুৃমতি পত্র দেখালেও কনস্টেবল মতিন ও এসআই সজিব আরো ক্ষিপ্ত হয়ে যায়। এরপর পাশের সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে গিয়ে সেখানেও আরেক দফা নাজেহাল করা হয় সাংবাদিকদ্বয়কে। পরে উর্ধবতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারা ফিরে আসে।

পাঠকের মতামত: