কক্সবাজার, সোমবার, ৬ মে ২০২৪

উখিয়ার থাইংখালিতে বনভূমি দখলমুক্ত করতে ঘর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলমের নির্দেশে থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজুর নেতৃত্বে তেলখুলা গভীর বন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ৫টি স্থাপনা উচ্ছেদ করে বনভূমি দখলমুক্ত করা হয়েছে৷

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে পালংখালীর থাইংখালি বিট তেলখুলা বনভূমি এলাকায় অভিযান পরিচালনা করা হয়৷

বনবিভাগের সূত্র জানাযায়, থাইংখালিতে একটি মহল বনবিভাগের যায়গা জবরদখল ক‌রে অবৈধভাবে ঘর নির্মা‌ণ করে পুরাতন রোহিঙ্গাদের ভাড়া দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৫টি ঘর উচ্ছেদ করে ২ একর বনভূ‌মি উদ্ধার করা হয়।

থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু বলেন, থাইংখালিতে কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে সংরক্ষিত বনের জায়গায় বসতি নির্মাণ করেছিল। যৌথ অভিযানে এসব বসতি উচ্ছেদ করা হয়েছে।

এবিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম বলেন, বনভূমি অবৈধ দখল ও পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়ে বনবিভাগ জিরোট্রলারেন্সে আছে, কাউকে ছাড় দেওয়া হবেনা, কেউ যদি আইন অমান্য করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: