কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

উখিয়ায় পুকুরিয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া বার্তা::

স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষে “নাইতো মোদের অর্থের লোভ, মোদের রক্তে জীবন বাঁচুক” স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় পুকুরিয়া স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন-২২ অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (১৪ অক্টোবর) দিনব্যাপী উত্তর পুকুরিয়া মতলব মার্কেটে পালংখালী ব্লাড বেস্টওয়াল ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়৷ এসময় বিনামূল্যে এলাকার প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

পুকুরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ইঞ্জি ছানা উল্লাহ সভাপতিত্বে দিনব্যাপী ক্যাম্পেইন পরিচালনার দায়িত্ব পালন করেন, পুকুরিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা এডভোকেট আব্দুল হাকিম,
সিনিয়র উপদেষ্টা মোঃ ঈসমাইল, সিনিয়র উপদেষ্টা শাহ কামাল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রাসেল, অর্থ সম্পাদক নুরুল ইসলাম ফারুক প্রচার সম্পাদক ইয়াছির আরাফাত রুবেল সহ প্রমুখ৷

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পুকুরিয়া স্পোর্টিং ক্লাব এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো রিলেটিভের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো এবং পুকুরিয়া স্পোর্টিং ক্লাব থেকে সংগ্রহ করতে পারবো।”

ক্যাম্পেইনের বিষয়ে পুকুরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি ইঞ্জি ছানা উল্লাহ বলেন, “বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।”

পাঠকের মতামত: