বিজয় দিবসের প্রথম প্রহরে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে উখিয়া প্রেসক্লাব।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন নো উখিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ৷
এসময় উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে এর নেতৃত্বে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ এতে উপস্থিত ছিলেন কার্যকরি সদস্য ফারুক আহম ও সদস্য শফিউল শাহিন সহ প্রমুখ৷
এরপরে সকাল ৮টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এবং শিশু-কিশোর সংগঠনগুলোর অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিতে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ৷
বিকেল ৪টায় উখিয়া প্রেসক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে৷
পাঠকের মতামত: