কক্সবাজার, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

উখিয়ার পাতাবাড়ী স: প্রা: বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশন ফরম ব্যাচ প্রতিনিধিদের বিতরণ

নিজস্ব প্রতিনিধি::

উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী পাতাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫০ বছর পূর্ণ করেছে। স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানটির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ব্যাচ প্রতিনিধিদের মাঝে রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়েছে৷ আগামী ২৩ এপ্রিল (সম্ভাব্য) বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা বসতে চলেছে বিদ্যালয় প্রাঙ্গণে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে সুবর্ণজয়ন্তী উদযাপনের সমন্বয়কারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম কামাল উদ্দিনের পৃষ্ঠপোষকতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাচ প্রতিনিধিদের মাঝে রেজিস্ট্রেশন ফরম বিতরণ করা হয়৷

নানা আয়োজনে মুখর করে প্রাক্তন-প্রাক্তনীদের অনন্য স্মরণীয় দিন হিসেবে উপহার দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন আয়োজক কর্তৃপক্ষ। প্রথমবারের মতো এ পুনর্মীলনীতে সারাদেশে ছড়িয়ে থাকা অন্তত ১ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নিবেন বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।

আগামী ৭ এপ্রিল রেজিষ্ট্রেশনের শেষ সময় বলে ঘোষণা করেছে তারা মনে করছেন স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মিলবে এই আয়োজনে।

পাঠকের মতামত: