কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

প্রকাশিত সংবাদের বিরুদ্ধে মহিবুল্লাহ প্রতিবাদ ও নিন্দা

গত ১৩ মে আলোকিত কক্সবাজার ও কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত ” ইনানী পুলিশ ফাঁড়ির আইসি সিদ্ধার্থের বিরুদ্ধে আ’লীগ ও কমিউনিটি পুলিশের অভিযোগ ” শিরোনাম সম্বলিত সংবাদের একাংশ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ নাকি আমার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আমার থেকে কোন চাঁদা নেওয়া হয়নি। আর যারা নিউজ করেছে তারা অহেতুক আমাকে বেকায়দায় ফেলানোর জন্য করেছে। নিউজ সম্পর্কে আমি জানিওনা। আমার সাথে কথা না বলে এমন নিউজ করাটাও দুঃখজনক।

আমি থাকি কক্সবাজারে। করোনার মহামারীর কারণে গত ২মাস বাসায় আছি। যার কারণে নেট সমস্যায় প্রকাশিত সংবাদও আমি দেখিনি। সংবাদের বিষয়টি কিছু শুভাকাঙ্ক্ষী আমাকে জানিয়েছে। যা শুনে আমি আসলেই মর্মাহত ও বিস্মিত। আমি সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভবিষ্যতে এমন মনগড়া সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ ও সংবাদ নিয়ে প্রশাসন, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী:
নাম: মো মহিবুল্লাহ
পিতা: ফরিদ আহমেদ
সাং রুপুবতী, জালিয়াপালং।

পাঠকের মতামত: