কক্সবাজার, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

মহেশখালীতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

মিষ্টি পানের জন্য বিখ্যাত দ্বীপ উপজেলা মহেশখালীর সৌন্দর্য বাড়াতে পানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মহেশখালী গোরকঘাটা জেটি ঘাট সংলগ্ন এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে এ ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান কমোডর (অব.) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘এই  প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে মহেশখালীতে পাবলিক সিটিং ও নামাজের ব্যবস্থা করা হবে। এছাড়া পর্যটকদের জন্য শপিং ও উন্নতমানের রেস্টুরেন্টের ব্যবস্থা, পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ যে মহাপরিকল্পনার কাজ করছে তাতে মহেশখালীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আমি মহেশখালীর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। আমি এই জেলার সন্তান, সবার সঙ্গে থেকে বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে মহেশখালীকে একটি পর্যটন বান্ধব পরিকল্পিত নগরী হিসেবে উপহার দিতে চাই।’

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘গোরক ঘাটা জেটি ঘাটে বসার কোনও ব্যবস্থা না থাকায় অনেক সমস্যা হচ্ছে। নামাজের এবং পাবলিক টয়লেটের কোনও ব্যবস্থা নেই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমাদের এলাকার সন্তান হিসেবে সাধারণ মানুষের কষ্ট অনুভব করে এমন উদ্যোগের জন্য মহেশখালীর জনগণের পক্ষে সাধুবাদ জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা, জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান প্রমুখ।

পাঠকের মতামত: